স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ২নং পাটলী ইউনিয়ন শাখার উদ্যোগে আল-ইসলাহ যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর আলীর কাতার গমণ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রসুলগঞ্জ বাজারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সুনামগঞ্জ জেলা আল-ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসেন জামি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালি, হাফিজ শমছু মিয়া সজল, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান শিহাব, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনাম উদ্দিন ছাহেব, সহ-সাংগঠনিক সম্পাদক এছাড়াও পাটলী ইউনিয়ন শাখার অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা জনাব শাহনুর আলীর সুস্বাস্থ্য, সফলতা ও নিরাপদ সফরের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানান। পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।