আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’এ প্রতিপাদ্যে আটপাড়ায় অনুষ্ঠিত হলো ভূমি মেলা ২০২৫। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়। র্যালি শেষে উপজেলা হল রুমে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুয়েল সাংমা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামান সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুয়েল সাংমা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি-নির্ভর নানা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি উন্নয়ন করের ডিজিটাল পেমেন্ট, অনলাইনে নামজারি আবেদনসহ বিভিন্ন সেবা এখন নাগরিকদের হাতের নাগালে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ভূমি অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হয়।
মেলায় উপস্থিত নাগরিকরা সরাসরি ভূমি কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও পরামর্শ গ্রহণ করেন। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহায়তায় প্রদর্শিত হয় তথ্যচিত্র এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।