যশোর প্রতিনিধিঃ
হত্যাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার অহেদুজ্জামান সুমন ওরফে শুটার সুমনকে গ্রেফতার করা হয়েছে। সুমন উপজেলার ৩ নং চলিশীয়া ইউনিয়নের চলিশীয়া গ্রামের হারুন মোল্লার ছেলে। শুটার সুমনকে গতকাল বিকেলে গাজীপুর ক্যাম্পের আইসি সঞ্জিত কুমার চলিশীয়া মোড় থেকে আটক করে। তার বিরুদ্ধে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে।
সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে অভয়নগরের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অলিয়ার মোল্লা হত্যা মামলা ও চলিশীয়া পাল পাড়ার সঞ্জয় পালের বাড়িতে ডাকাতি ও সঞ্জয় পালকে হত্যার মামলাসহ রাজঘাট এলাকায় ছিনতাই মামলা ও রূপসা থানায় ডাকাতি মামলাসহ চুরি ডাকাতির ৬ টি মামলা চলমান রয়েছে।
আজ দুপুরে অভয়নগর থানার মামলা নং-১৬, তাং-২৬/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় চালান করা হয়েছে । উল্লেখ্য উপজেলার নওয়াপাড়া পৌরসভার কৃষক দলের সভাপতি ধোপাদী গ্রামের তরিকুল ইসলাম ঘের সংক্রান্ত বিষয়ে নিহত ও সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটীতে সন্ত্রাসীদের দেওয়া আগুনে ১৯ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য উপজেলার নওয়াপাড়া পৌরসভার কৃষক দলের সভাপতি ধোপাদী গ্রামের তরিকুল ইসলাম ঘের সংক্রান্ত বিষয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ও সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে বাড়িঘর ভাংচুর,লুটপাট চালিয়ে ১৯ টি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার পর পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে