নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সিনিয়র প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন ভূঁইয়াকে সভাপতি এবং মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম খান কাজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাভুটি ছাড়াই নেতৃবৃন্দকে নির্বাচিত করেন।
নবনির্বাচিত সভাপতি এখলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আমি সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে শিক্ষকদের অধিকার, কল্যাণ এবং পেশাগত উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করব।
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল বলেন, শিক্ষকদের ঐক্য ও সম্মান রক্ষার পাশাপাশি, শিক্ষার মানোন্নয়নে আমরা সকলে মিলে কাজ করব।
উপজেলা শিক্ষক সমাজ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই কমিটি শিক্ষকদের স্বার্থরক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং কেন্দুয়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় গতি আনবে।