ইবি প্রতিনিধি:
বাংলাদেশে প্রথমবারের মতো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ভিত্তিক অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় (আরএমইউ)।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৭টায় ক্যানভাস এলএমএস প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের প্রথম অনলাইন ফ্যাকাল্টি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে পেশাদার নীতিশাস্ত্র, শেখার তত্ত্ব, শিক্ষাদান কৌশল, মূল্যায়ন, প্রেরণা, নির্দেশনামূলক নকশা, প্রযুক্তি একীভূতকরণ এবং একাডেমিক স্বীকৃতি সহ আটটি বিশেষায়িত মডিউলে প্রযুক্তি-নির্ভর ডিজাইন অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএমইউর উপাচার্য অধ্যাপক ড. শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান ও ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. শহীদুর রহমান।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক নূর উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন কোর্স প্রণয়নকারী অধ্যাপক ড. জহুরুল ইসলাম। এসময় তিনি কোর্সের নকশা, কাঠামো এবং প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য আবু দাউদ মারুফ এলএলএম অভিজ্ঞতার প্রশংসা করে কোর্সের প্রাসঙ্গিকতা এবং উচ্চ শিক্ষায় প্রোগ্রামের একাডেমিক তাৎপর্য এবং ডিজিটাল উদ্ভাবন তুলে ধরেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. শহীদুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক লক্ষ্য অর্জন ও গুণগত মান নিশ্চিত করতে অনুষদ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।”
উল্লেখ, বাংলাদেশে প্রথমবারের মতো রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যানভাস এলএলএস প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সম্পূর্ণ অনলাইন, স্ব-গতিসম্পন্ন ফ্যাকাল্টি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। বিশ্বব্যাপী মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি এই প্রোগ্রামটি দেশের বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষাগত উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষাদান ও শেখার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির সহায়ক। এ উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় অনলাইন প্রশিক্ষণের একটি মাইলফলক স্থাপন করলো রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।