ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের স্নাতকোত্তের নবীনদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শিবলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘যারা ফোকলোর নিয়ে পড়াশোনা করে, তারা মানুষ ও সমাজকে গভীরভাবে চেনে। তারা মানুষের উত্থান, গন্তব্য, আচরণ এবং সভ্যতা সম্পর্কে জানে। তাই এ বিষয়ে পড়া কখনোই হতাশার নয়। ফোকলোর লিবারেল আর্টসের একটি সমৃদ্ধ শাখা যা সমাজবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিভাগকে একাডেমিকভাবে আরও সমৃদ্ধ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।’
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।