দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”- এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।

রবিবার (২৫ মে) বিকেলে কেন্দুয়া উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সচেতনতামূলক শ্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনে উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সেবায় আগ্রহ সৃষ্টি করে।

মেলায় বিভিন্ন বুথে ভূমি কর প্রদানের প্রক্রিয়া, নামজারি, খতিয়ান যাচাই, ভূমি রেকর্ড সংশোধনসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া উপজেলা কৃষকদলের সভাপতি মোহসিন খান এবং কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত তহশিলদারগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ যাতে সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং নিয়মিত কর প্রদানে আগ্রহী হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

মেলা আগামী তিন দিনব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version