দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টেক ক্যারিয়ার অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট (Tech career & web development) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) স্টুডেন্টস ফোরাম ইবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বেসিস স্টুডেন্টস ফোরাম ইবি শাখার মেন্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া ও বিশেষ অতিথি আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি মুহিবুর রহমান তন্ময় ও আয়েশা সিদ্দিকা খুশির যৌথ সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে ছিলেন প্রোগ্রামিং হিরো এর চিফ অপারেটিং অফিসার (সিওও) আব্দুর রাকিব।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর একটা অঙ্গসংগঠন বেসিস স্টুডেন্ট ফোরাম আইইউ চ্যাপ্টার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া একটা নেটওয়ার্ক গড়তে যাচ্ছি। আগে বিভিন্ন সফটওয়্যার বা নেটওয়ার্কিং বা অন্যান্য যে কোর্সগুলো ছিল সেগুলো আমরা ঢাকা যেয়ে করতাম। এই কোর্স গুলো আমাদের এই বিশ্ববিদ্যালয়েই করা যায়, সেরকম চিন্তাভাবনা থেকেই এই আইইউ চ্যাপ্টারের যাত্রা শুরু। একটা প্রযুক্তি খাতে ক্যারিয়ার করার জন্য শুধু যে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হতে হবে এমন না। এখানে ৩৬ টা বিভাগ আছে। ৩৬ টা বিভাগের যে কেউ এখানে ক্যারিয়ার গড়তে পারে। সেজন্য আমি মনে করি, এই বেসিস স্টুডেন্ট ফোরাম আইইউ চ্যাপ্টার এর মাধ্যমেই তোমাদের টেকনোলজিক্যাল নলেজ বৃদ্ধি করবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ অক্টোবর বেসিস স্টুডেন্টস ফোরাম ইবি শাখা আত্মপ্রকাশ করে। এটি আন্তর্জাতিক মানের বিভিন্ন ইভেন্ট ও ট্রেনিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ শিক্ষার্থীদেরকে দক্ষ আইটি প্রফেশনাল হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এটি ইবিতে যাত্রা শুরুর মাধ্যমে শিক্ষার্থীরা যারা আইটি তে ক্যারিয়ার গড়তে চায় তাদের দক্ষতা বৃদ্ধির এক দারুন সুযোগ তৈরী হলো। পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা এই প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। এরমাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version