দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে আগামীকাল সকাল ১১টায় প্রশাসন ভবন অবরোধের ঘোষণা দেন তারা। এছাড়াও প্রশাসন কর্তৃক ১৬ দফা বাস্তবায়ন ও সাজিদ হত্যার বিচারের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দিতে পারলে ক্যাম্পাস শাট ডাউনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মিছিলে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘খুন হয়েছে আমার ভাই’, ‘খুনিদের রক্ষা নাই,’ ও ‘সাজিদ হত্যার বিচার চাই’—সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, এ ঘটনায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে যে গাফিলতি প্রশাসন দেখিয়েছে এতে প্রশাসনের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। আমরা চাই সাজিদের হত্যাকারীকে চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করছি। যদি সুষ্ঠু বিচার না পাই, যদি বিচারের অগ্রগতি আমরা না দেখি, তাহলে আমরা ক্যাম্পাস শাটডাউন করতে বাধ্য হবো। বিশ্ববিদ্যালয়কে এ ঘটনার কৈফিয়ত দিতে হবে।’

আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, ‘সাজিদ শুধু সাজিদ নয়, সাজিদ আমাদের ভাই। সাজিদের সিনায় ৩০ পারা কোরআন সে ধরে রেখেছিলো। সাজিদ তার বাবার এবং বংশের একমাত্র সন্তান ছিল। সুতরাং সাজিদকে যারা হত্যা করেছে, সাজিদের মায়ের বুক যারা খালি করেছে তাদের অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করতে হবে। আল-কোরআন বিভাগের নেতৃত্বে সাজিদ হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা আন্দেলন চালিয়ে যাবো।’

নুর উদ্দিন বলেন,খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই। সাজিদের হত্যার বিচার বিভাগীয় তদন্তের কথা আমরা বহুবার বলে আসছি। যদি পিবিআই কিংবা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকারীদের না ধরা হয়, তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে এই ক্যাম্পাসকে শাটডাউন করে দেয়া হবে। আমরা ইবি শাখা ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী আল-কুরআন ডিপার্টমেন্টের ঘোষিত সকল প্রোগ্রামের সাথে একাত্মতা পোষণ করে রাজপথে থাকবো।

জেরিন তাসনিম পুষ্প বলেন, ‘আমাদের বলতে আর কোনো দ্বিধা নেই, আর কোনো প্রশ্ন নেই যে সাজিদকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আমার বন্ধুর মৃত্যু একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই প্রশাসন যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে না পারে, এই প্রশাসন একটি পঙ্গু প্রশাসন হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে।আমরা চাই পিবিআই-কে সুষ্ঠু তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হোক। প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করতে হবে। প্রশাসন এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করে নি।আমরা প্রশাসনের আর কোনো তালবাহানা চাই না।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version