দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুরে খাওয়ার অযোগ্য গরুর পচা মাংস বিক্রির চেষ্টার অপরাধে আব্দুল শহিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার ঝানজাইল বাজারে একটি মাংস দোকানে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
এ অভিযানে সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, দুর্গাপুর সেনা ক্যাম্পের সদস্যরা ও থানা পুলিশের টিম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিক্রির জন্য অযোগ্য গরুর পঁচা দুর্গন্ধযুক্ত মাংস দোকানের ফ্রিজে মজুদ করে রেখেছিলেন আব্দুল শহীদ। বিষয়টি সেখানকার লোকজন সেনাবাহিনীর টহল টিমকে জানালে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধের সন্ধানে ওই ফ্রিজ থেকে মাংসগুলো উদ্ধার করেন।
এ সময় প্রায় ৩০ কেজি গরুর পচা মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, অনেক দিন আগে জবাই করা খাওয়ার অযোগ্য গরুর মাংস বিক্রির জন্য তার দোকানের ফ্রিজে মজুদ করে রেখেছিলেন।
খবর পেয়ে অভিযান চালিয়ে সেসব পঁচা মাংস জব্দ করে সবার উপস্থিতিতে মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। সেই সঙ্গে এর দায়ে দোকানীকে জরিমানা করা হয়েছে।