গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং টেকসই উন্নয়ন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ব জীববৈচিত্র্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মধইল বালিকা উচ্চ বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবাদুর রহমান, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ,মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল-ফারুক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক শামিম রেজা। আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই তাদের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।