নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাতারকালী খালপাড় সংলগ্ন একটি রেনট্রি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী মোছা. আনোয়ারা (৫৫) উপজেলার চন্দ্রলারা গ্রামের মকসুদ আলী স্ত্রী।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে গড়াডোবা ইউনিয়নের কাটাহুসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খালপাড় ঘেঁষে গাছের ডালে একটি মরদেহ ঝুলতে দেখে তারা কেন্দুয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. গোলাম মোস্তফা ও কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বিকাল সোয়া ২টার দিকে একই ইউনিয়নের চন্দ্রলারা গ্রামের ইখলাছ উদ্দিন (৫০) মৃতদেহের ছবি দেখে তাকে তার বড় ভাবী হিসেবে শনাক্ত করেন।
ভুক্তভোগীর পরিবারের বরাতে পুলিশ জানা যায়, এক বছর আগে আনোয়ারার বড় ছেলে মো. খাইরুল ইসলাম মৃত্যুবরণ করেন। সেই থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গতকাল বুধবার সকাল ৭টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেন নাই। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করছিলেন।
ওসি মিজানুর রহমান জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।