নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা এক এসএসসি (১৬) পরীক্ষার্থীর শ্লীলতাহানি এবং ওই ছাত্রীর বাবাকে মারপিট করে নীলাফুলা রক্তাক্ত জখমসহ ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা দায়ের হয়েছে। ছাত্রীর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত কিশোর মো. মোস্তাকিন (১৭) দুর্গাপুর উপজেলার নওগাঁ (নগুয়া) গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে। এছাড়াও এ মামলায় আরও দুই-তিন জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার (২১ মে) রাত ৯টার দিকে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসানের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এরআগে গতকাল মঙ্গলবার দিনগত রাত সোয়া ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও প্যানাল কোডের বিভিন্ন ধারায় মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং তাঁর কন্যা চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত কিশোর মোস্তাকিন পাশের গ্রামের বাসিন্দা। গত এক বছর যাবত মোস্তাকিন কিশোরীকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। বিষয়টি অবগত হয়ে ইতোপূর্বে অভিযুক্ত কিশোরকে বুঝানোর চেষ্টা করেন বাদী।
গত ২০ মে (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্র হতে পরীক্ষার্থীকে বাড়িতে নিয়ে আসার সময় মোস্তাকিনসহ আরো অজ্ঞাত দুই-তিন জন পথ আটকিয়ে বিভিন্ন অশ্লীল ভাষা উচ্চারন করে ছাত্রীকে উত্যক্ত করে। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্ত কিশোর রাস্তার পাশে থাকা ইট হাতে নিয়ে বাদীর নাকে ও কপালে আঘাত করে। এতে করে বাদীর নাক দিয়ে রক্ত ঝড়তে থাকে ও কাপালে নিলাফুলা জখম প্রাপ্ত হন। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন ও জখমের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, মামলা রুজুর সাথে সাথে রাতেই পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান পরিচালনা করেছে। পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অচিরেই তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।