মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নাগরিক সম্পর্ক্ততা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১মে বুধবার বেলা ১২ টায় উপজেলা এনজিও সংস্থা বন্ধনের মাতাইশ মঞ্জিল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বেসিক অরগানাইজেশন নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এন্ড হিউমেনিটেরিয়েন এইড ফর নেশন (বন্ধন) এর আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় অবহিতকরণ কর্মশালায় মোতরাজ গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, থানার সেকেন্ড অফিসার এস আই শহিদুল ইসলাম, এম এস এফ প্রতিনিধি মুনির হোসেন, জেলা মানবাধিকার মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী, প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটর বিপ্লব আলি বালিঘাটা ইউনিয়নের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে বন্ধন উপজেলায় মানবাধিকার বিষয় নিয়ে কাজ করে আসছে। এ কর্মসূচী বাস্তবায়নে কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার ৩০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।