দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার দুর্গাপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধি কমিউনিটি সেন্টারের আয়োজনে এক অবহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে বিরিশিরি ওয়াইএমসিএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী মজুমদারের সভাপতিত্বে, প্রকল্প সমন্বয়কারী আনিসুর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, আদিবাসী নেতা মতিলাল হাজং, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, প্রদান শিক্ষক পল্টন হাজং, সহকারি শিক্ষক মো. সাইফুল্লাহ, সাংবাদিক আল নোমান শান্ত, ওয়াইডব্লিউ এর সাদারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, টিডব্লিউএর সাধারণ সম্পাদক সুজন জেংচাম, আদিবাসী নেতা লিটন হাজংসহ অনেকেই।