রিয়াদ ইসলাম জলঢাকা: নীলফারীর জলঢাকায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মুজাক্কিন, উপজেলা থানা অফিসার্স ইনচার্জ, আরজু মো: সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গ্রাম আদালত প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যদের গ্রাম আদালতের কার্যক্রম, আইনি প্রক্রিয়া ও বিরোধ নিষ্পত্তির বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।