চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের মাসিক সভায় নতুন প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে মনিরুজ্জামান বাবুকে নির্বাচিত করা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মোঃ আলোমগীর। সভায় পূর্বের প্যানেল চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষিতে নতুন প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন প্যানেলে নির্বাচিত হন—প্যানেল চেয়ারম্যান-১: মোঃ মনিরুজ্জামান (৯নং ওয়ার্ড সদস্য) প্যানেল চেয়ারম্যান-২: মোঃ আকতারুল ইসলাম (১নং ওয়ার্ড সদস্য) প্যানেল চেয়ারম্যান-৩: মোসাঃ নাসিমা (৭,৮,৯নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য) সভায় মানব পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়।
সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইউনিয়নে মানব পাচার প্রতিরোধে সকলে সচেতন ভূমিকা পালন করবেন। নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবু বলেন, সকল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দাইপুখুরিয়া ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। সভা শেষে চেয়ারম্যান মোঃ আলোমগীর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।