শুক্রবার (১৬ মে) টাংগাইল জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৯ টায় আইবিডাব্লিউএফ এর দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও শহর শাখার সভাপতি ওমর ফারুক জোবায়ের এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ড্রাস্ট্রয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক নুরজ্জাহিদ কচি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইবিডাব্লিউএফ এর টাংগাইল জেলার প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শহীদ ফারুকী, অফিস সম্পাদক ইন্জিনিয়ার ফারুক আহমাদ,ঢাকা উত্তর অঞ্চলের সভাপতি একেএম আমীর হোসাইন, টাংগাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর সৈয়দ জোবায়ের আব্দুল্লাহ,শহর শাখার উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। প্রধান অতিথিসহ বক্তারা হালাল ব্যবসার গুরুত্ব ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন।