নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক মেয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত সুচি রানী রায় (১৪) মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার সুজন চন্দ্র রায়ে মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (১৯ মে) সকালের দিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানার ওসি মো. আমিনুল ইসলাম।
এর আগের দিন রবিবার রাত ৮টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় নিজ বাসা থেকে সূচির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। স্কুলে আসা-যাওয়া অনিয়মিত ছিল। বাড়িতে লোকজনের সঙ্গে অস্বাভাবিক আচরণ এবং প্রায়ই চিৎকার চেঁচামেচি করত সূচি। তার মা গত রবিবার রাতে বাড়ির ছাদে গেলে এসময় নিজ কক্ষে ছাদের রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।
সূচির মা ছাদ থেকে নেমে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ছাদের রডে ঝুলে আছে সূচি। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে ঝুলন্ত মৃতদেহ নামানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন ও স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল সূচি। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।