মোহাম্মদ মোহসীন, নলছিটি।।
ফিনল্যান্ডের সিটি করপোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি যুবক রিয়াজ হাওলাদার । গত (১৩ এপ্রিল) নির্বাচনে তিনি বিজয়ী হন।কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে শুভেচছা জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
শনিবার (১৭ মে) বিকেলে তার নিজ জন্মস্থান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার এলাকায় তাকে শুভেচছা জানানো হয়।রিয়াজ ওই এলাকার বাসিন্দা আব্দুস সত্তার হাওলাদারের ছেলে।
রিয়াজ হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট শেষ করে ২০১৩ সালে ফুল স্কোলোরশিপ নিয়ে ফিনল্যান্ডে পড়তে যান। সেখানে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হন। ফিনল্যান্ডের একটি কোম্পানীতে চাকুরির পাশাপাশি অনলাইনে ব্যবসা শুরু করেন। দেশটিতে ১১ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনার সুবাধে ইমিগ্র্যান্টদের কাছে পরিচিত হয়ে উঠেন। ২০২৪ সালে জড়ান সুইডিশ পিপলস পার্টিতে। এক বছরের রাজনৈতিক কেরিয়ারেই সুইডিশ পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়ে প্রথম নির্বাচনেই চমক দেখান রিয়াজ। ওই নির্বাচনে ১৩২ জন প্রার্থীর মধ্যে তিনি হয়েছেন ১২ তম। এবং সুইডিশ পিপলস পার্টির বিভিন্ন সিটিতে ১৭ জন প্রার্থীর মধ্যে রিয়াজ এর অবস্থান ষষ্ঠ।
রিয়াজ বলেন, এই বিজয় তার একার নয়, এই বিজয় ফিনল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ও অন্যান্য দেশের অভিবাসীদের। বাংলাদেশি অভিবাসী ও শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি নব-নির্বাচিত এই কাউন্সিলর এর।