নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজার কাপড়পট্টি এলাকার গুরুত্বপূর্ণ সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান ফিতা কেটে তিনি সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বারহাট্টা সদর ইউনিয়ন সভাপতি কামাল আজাদ বাবুল, বারহাট্টা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনুসহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র বারহাট্টা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা গোপালপুর বাজার বণিক সভাপতি শহীদ মোড়ল, সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ, গোপালপুর বাজার বণিক সমিতির সদস্যসহ গোপালপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মী আজিজুল হক ফারুক, মোখলেসুর রহমান হীরা, মামুন কৌশিকসহ বারহাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন প্রমুখ।
এ রাস্তাটি গোপালপুর বাজার কাপড়পট্টি এলাকার অতি গুরুত্বপূর্ণ রাস্তা। দীর্ঘদিন যাবত রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ক্রেতা ও বিক্রেতাদের মারাত্মক সমস্যা সৃষ্টি হয়।
এই রাস্তাটি উদ্বোধনের আনন্দে মিষ্টি বিতরণ করেন, বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।