যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে দেশটির মুদ্রাস্ফীতি হ্রাসে ফেডারেল রিজার্ভের (ফেড) অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংকটির একজন শীর্ষ কর্মকর্তা।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্পের অনিয়মিত ও দোদুল্যমান শুল্কনীতি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারকে কয়েক সপ্তাহব্যাপী অস্থিরতার মধ্যে ফেলে দেয়, যদিও সাম্প্রতিক সময়ে তা কিছুটা স্থিতিশীল হয়েছে।
এই প্রেক্ষাপটে প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৩ শতাংশ সংকুচিত হয়েছে বলে সাম্প্রতিক তথ্য প্রকাশ পেয়েছে। বেকারত্ব ও মূল্যস্ফীতি বর্তমানে ফেডের লক্ষ্যমাত্রার কাছাকাছি অবস্থান করছে।নিউইয়র্কে এক সম্মেলনে ফেডের ভাইস চেয়ার ফিলিপ জেফারসন বলেন, ‘শুল্ক আরোপ ও সরকারি নীতিনির্ধারণ নিয়ে অনিশ্চয়তা সাম্প্রতিক সময়ে অর্থনীতির প্রধান প্রভাবক হয়ে উঠেছে। আমি এখন আমার পূর্বাভাস নতুনভাবে মূল্যায়ন করছি।’
তিনি আরও বলেন, ‘বাণিজ্যনীতিতে পরিবর্তনের ফলে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ও অনিশ্চয়তা বেড়েছে।’ এসব কারণে ২০২৫ সালের জন্য তিনি তার প্রবৃদ্ধি পূর্বাভাস হ্রাস করেছেন, তবে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।জেফারসন ফেডের সুদের হার নির্ধারণী কমিটির ১২ জন ভোটদাতা সদস্যের একজন। কমিটির পরবর্তী বৈঠক জুন মাসে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘শুল্ক আরোপের পদ্ধতি ও অনিশ্চয়তা আমাদের ভবিষ্যৎ পূর্বাভাসকে জটিল করে তুলেছে। বর্তমানে মূল্যস্ফীতির গতিপথ নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে।’জেফারসন সতর্ক করে বলেন, ‘যদি এসব শুল্ক দীর্ঘমেয়াদে বহাল থাকে, তাহলে তা মূল্যস্ফীতির নিম্নগতি ব্যাহত করবে এবং সাময়িকভাবে মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে।’এই পরিস্থিতিতে তিনি ফেডের বর্তমান সুদের হার (৪.২৫ থেকে ৪.৫০ শতাংশ) ধরে রাখার পক্ষে মত দেন।
তবে মূল্যস্ফীতির ওপর এই চাপ সাময়িক হবে না স্থায়ী হবে—তা এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি।জেফারসন বলেন, ‘শুল্কমূল্য কীভাবে কার্যকর হয়, তা ভোক্তা দামে কতটা প্রতিফলিত হয়, সরবরাহ শৃঙ্খলা কীভাবে প্রতিক্রিয়া দেখায় এবং সামগ্রিকভাবে অর্থনীতি কেমন আচরণ করে তার ওপরই শুল্ক দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতিকে কতটা প্রভাবিত করবে তা নির্ভর করবে।