জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল ভাতা সহ তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে ১৪ মে(বুধবার)ছাত্র-শিক্ষক সহ প্রধাণ উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা দেয়।এ দিন বেলা একটা নাগাদ পুলিশ তাদের ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা সেটি অতিক্রম করতে গেলে পুলিশ তাদের উপর টিয়াশেল নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করে।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এক শিক্ষার্থী জানান, আমরা যখন আমাদের ন্যায্য দাবী নিয়ে রাষ্ট্রের কাছে যেতে চাইলাম তখন আমাদের উপর পুলিশ বর্বর আচরণ করেছে।আমাদের শিক্ষকরা সহ আহত হয়েছেন।
আমরা আমাদের দাবী না সফল করে ঘরে ফিরছিনা। আরেক শিক্ষার্থী জানান,আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন কতৃক বানচাল করার পরিণামের দায় তাদের ই নিতে হবে!