নিজস্ব প্রতিবেদেক: নেত্রকোনায় সহজ সরল নিরাপরাধ মোস্তাক মিয়ার উপর মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে নেত্রকোনা-পূর্বধলা আঞ্চলিক সড়কের দুধকুড়া নামক স্থানে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোস্তাকের মাতা মোছা. সাহেরা আক্তার, মো. ছাদেক মিয়া, মো. মিলন মিয়া, মোছা. হাজেরা খাতুন, মো. গনি মিয়া, সুলতানা আক্তার, মো. মাহফুজ হাসান তামিম ও মো. হাশিম উদ্দিনসহ অরো অনেকে।
মানববন্ধনে বক্তারা, মোস্তাক মিয়া একজন গ্রামের সহজ সরল ও শান্তিপ্রিয় লোক। তিনি আওয়ামীলীগ ও বিএনপি কোন রাজনৈতিক দলের কর্মকান্ডের সাথে জড়িত নয়। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন মোস্তাক। বিগত চার বছর আগে ক্ষেতের আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং গ্রেফতার করা হয়েছে। তারা মোস্তাকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত মোস্তাকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।