ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি মনোনীত হয়েছেন।
বুধবার (১৪ মে) সকাল ১০ টায় খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন।
এ সময় হলের আবাসিক শিক্ষক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মো.আশেক রায়হান মাহমুদ ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন, সংগঠনের সাবেক সভাপতি ফাতেমাতুজ- জোহরা ইরানী, সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল ইসবা বিথীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাদিয়া ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ানা রহমান, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আরেফিন অথি, অর্থ সম্পাদক সাবরিনা খাতুন দপ্তর সম্পাদক সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক মোছাঃ শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আদি এবং বিতর্ক গবেষণা সম্পাদক: নাহিদা সুলতানা উর্মি
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাহিরা আহমদ, রুনা লায়লা ও রিয়া আক্তার রুমা প্রমূখ।
নবমনোনীত সভাপতি তাজমিন রহমান বলেন, ‘খালেদা জিয়া হল ডিবেটিং তলাবিহীন ঝুড়ি থেকে এ পর্যন্ত আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সাবেক সভাপতি, সেক্রেটারি। তাদের সান্নিধ্যে পরপর চ্যাম্পিয়ন হয়েছি, রানার আপ হয়েছি। এ হলে শ্রেষ্ঠ বিতার্কিক পেয়েছি। আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তার সাথে আমাদের যে সংকট রয়েছে বিশেষ করে আর্থিক সংকট। এর মধ্যেও আমরা ডানা ভাঙ্গা পাখির উপর দিয়ে উড়ার চেষ্টা করেছি। আমাদের স্বপ্ন ছিলো কিন্তু সাধ্য ছিলো না। আমি আর্থিক সংকট কাটিয়ে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি আরও এগিয়ে নিতে চাই। এখানের বিতার্কিক জাতীয় পর্যায়ে যাওয়ার রাস্তাটুকু যেন তৈরি করতে পারি তারজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।’
সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি বলেন,‘খালেদা জিয়া ডিবেটিং সোসাইটির সংকটকালীন সময়ে আমি কাজ করেছি। কিন্তু কখনো মাথায় এটা কাজ করেনি যে এটা কতবড় একটা দায়িত্ব। কারণ তখন সভাপতি, সম্পাদক আমাদের ছায়া হিসেবে মাথার উপর ছিলেন। এখন যেহেতু এ নতুন দায়িত্ব পেয়েছি সকলের নিকট দোয়া চাই যেন এ সংগঠনকে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। এ সংগঠনকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি। আমাদের মেয়েরা যাতে দেশসেরা বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে, হল ডিবেটিং সোসাইটি আরও খ্যাতি, সুনাম অর্জন করতে পারে সেই কামনা করছি।’
উল্লেখ্য, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি বিভিন্ন প্রদর্শনী বিতর্কে এবং আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামের্টে ২০২১ সাল থেকে ৪ টি টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এছাড়া খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও সেক্রেটারি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক ও কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন।