নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার থেকে তালিকাভুক্ত ‘পথ পাঠাগারের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২০ সালের ২ জুন পথ পাঠাগারের যাত্রা শুরু হয়।
মঙ্গলবার (১৩ মে) নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক তারা দুজনের এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে গত সোমবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয় কলেজ রোডে উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে আগের কমিটি বিলুপ্ত করে নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
উপস্থিত সকল সদস্যের সম্মতিতে নাজমুল হুদা সারোয়ারকে সভাপতি ও রাজেশ গৌড়কে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি করা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. জিয়াউল হক শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব, অর্থ-সম্পাদক তন্ময় সাহা, পাঠাগার সম্পাদক এ কে এম মঈনুল ইসলাম, নির্বাহী সদস্য নির্মল রবিদাস, জীবন কুমার নন্দী, লতিফা আক্তার। এ কমিটি আগমী দুই বছর দায়িত্ব পালন করবেন।
এ দিকে দুর্গাপুর উপজেলায় পথ পাঠাগারের কার্যনিবাহী নতুন কমিটি গঠন হওয়ায় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নতুন প্রজন্মের মাঝে বইপড়ার চর্চা, পাঠকদের মনের তৃপ্তি আর সমাজের নানা অবক্ষয়মূলক কর্মকাণ্ড রোধে পথ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। হোটেল, চা-স্টল, সেলুন, ফার্মেসি, রেল স্টেশনসহ ফেরিঘাট মিলিয়ে সর্বমোট পথ পাঠাগারের ১৯টি শাখা রয়েছে। এই শাখা গুলোতে সেলফ ও পাঠাগারের ব্যানার দিয়ে বইপড়ার স্থান তৈরি করে দেওয়া রয়েছে। যেখানে বইপড়ার সুযোগ পান সব শ্রেণি পেশার মানুষ।