স্টাফ রিপার্টার
সুনামগঞ্জ জেলার উন্নয়ন পরিকল্পনা সম্ভাবনা ও সমস্যা নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। মতবিনিময় সভায় জেলার উন্নয় কর্মকান্ডে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ।
গত রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড, মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট রেজাউল করিম ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।মতবিনিময় সভায় জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের কাছে জেলার উন্নয়ন পরিকল্পনা, সম্ভাবনা ও সমস্যা নিয়ে জানতে চান।
এ সময় উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যাবস্থা এবং সম্ভাবনা নিয়ে নানা পরামর্শ দেন। অনেকে বন্যা থেকে বাঁচতে নদী খনন, খাল উদ্ধার ও সংষ্কার, শহর রক্ষা বাঁধ নির্মাণ এর গুরুত্ব তুলে ধরেন। শহরের যানজট নিরসন ও শহরের থেকে চাপ কমাতে একটি বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব তুলে ধরেন। গণমাধ্যমকর্মীদের কথা শুনে জবাবে জেলা প্রশাসক বলেন, শহরের প্রাথমিক শিক্ষার উন্নয়নে পৌর প্রাথমিক বিদ্যালয়গুলির দায়িত্ব নিয়েছে পৌরসভা ও প্রশাসন। জলিলপুর ও বড়পাড়া অবহেলিত দুটি এলাকার একটি জায়গায় শিক্ষার মান উন্নয়নে একটি উচ্চ বিদ্যালয় করার পরিকল্পনা করা হচ্ছে।
শহরের তরুনদের খেলার জন্য ইনডোর স্টেডিয়াম, সুইমিং ক্লাব, মহিলাদের খেলা ও সাঁতার শেখার জন্য আলাদা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করার উদ্যাগ নিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও দুরপাল্লার বাস গুলোর জন্য আলাদা বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শুরু করার আশ্বাসও দেন।
জেলার পর্যটন স্পট উন্নতিকরন বিভিন্ন নদী ও হাওর ফসল রক্ষা বাঁধ নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও জেলার গ্রামীণ বাজারের অবকাঠামো উন্নয়নে জেলা প্রশাসনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। এসময় হাওরাঞ্চলে এবারের বোরো মৌসুমে অতি বৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢল বা অকাল বন্যা ছিল না। আর আবহাওয়া পরিস্থিতিও ছিল অনুকূলে। ফলে ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজগুলো নির্বিঘ্নে কৃষকেরা শেষ করতে পারায় ও শ্রমে-ঘামে ফলানো সোনার ধান পেয়ে কৃষকদের খুশি আনন্দ উপলক্ষে তাহিরপুর উপজেলার শনির হাওরে কৃষকদের নিয়ে আনন্দ আয়োজন করা হবে বলে জানানো হয়।
এছাড়াও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৪ তারিখ সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করা হবে বলে জানানো হয়। এ সময় সাংবাদিকদের সম্মানে চা চক্রের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, সাংবাদিক অ্যাড. জিয়াউর রহমান শাহীন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক যুগান্তেরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক জসীম উদ্দিন, সেলিম আহমদ, সাংবাদিক শাহজাহান চৌধুরী, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, দৈনিক সুনামগঞ্জের ডাক এর স্টাফ রিপোর্টার সুলেমান কবীর, দেওয়ান গিয়াস চৌধুরী, আকরাম উদ্দিন, ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।