নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাউদপাড়া এলাকায় বাড়ি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে্ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রোয়াইলবাড়ি আমতলা গ্রামের আলম (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহতদের মধ্যে কয়েকজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মো. সিরাজুল ইসলামের দুই ছেলে আনোয়ার ইসলাম রিয়াদ (৩৫) ও নুরুল ইসলাম জনি (২৫) এবং নুরুল ইসলামের স্ত্রী সৈয়দা স্মৃতি আক্তার (২৪)। তারা সকলেই উপজেলার সাউদপাড়া এলাকার বাসিন্দা।
রবিবার (১১ মে) গ্রেফতারকৃত তিনজনকেই দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করেছে বলে জানান থানার ওসি মো. মিজানুর রহমান।
এরআগে গত শনিবার আহতদের মধ্যে বাড়ির মালিক দাবি করার পক্ষে নাইম বিল্লাহ নামের ব্যক্তি থানায় আট জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি মামলা আকারে রুজুর হবার পরপরই ওই দিন রাত ১১টার দিকের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ মামলায় এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন- মো. সিরাজুল ইসলাম (৬০), তার স্ত্রী ফুলেজছা খাতুন (৫৫), তাদের ছোট দুই ছেলে মো. রানা মিয়া (৩০) ও রনি মিয়া (২২) এবং আনোয়ার ইসলাম রিয়াদের স্ত্রী মরিয়ম (৩০)।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আরো জানান, এজাহারনামীয় বাকি আসামিদেরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত শনিবারের (১০ মে) এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।