কে. এম. সাখাওয়াত হোসেন: ট্রাকের ভেতরে খড় দ্বারা সুকৌশলে লুকানো ১২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ এক গাড়ী চালককে গ্রেফতার করেছে র্যাব-১৪। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ৭০ হাজার টাকা।
গ্রেফতারকৃত ট্রাক চালক মো. মোশারফ হোসেন (৩০) শেরপুর সদর উপজেলার পশ্চিম শেড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক এসব তথ্য জানান।
এরআগে একই দিন বিকেল ৩টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের জামালপুরের সদর থানাধীন শফিপুর ইউনিয়নের বগালী গ্রামের পশ্চিম পাশে শতাব্দী ফিলিং স্টেশনের পেছন থেকে মাদকসহ ট্রাক চালককের গ্রেফতর করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, র্যাবের ময়মনসিংহ কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারেন শতাব্দী ফিলিং স্টেশনের পেছনে একটি ট্রাকে অবৈধ মাদকসহ বিদেশী মদসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের নির্দেশে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ১২ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ১২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ ট্রাক চালক মোশারফ হোসেনকে গ্রেফতার এবং এ কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র্যাব।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মোশারফ হোসেনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের পূর্বক আলামতসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।