গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় যৌথ অভিযানে বসতবাড়ি থেকে ৪৬১ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে দশটার দিকে ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা শাপলা পাড়ার একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা গোপনে বাড়ি থেকেই মাদক ব্যবসা করতো। আটককৃতরা হলেন,সদর উপজেলার পৌরসভার শাপলাপাড়ার মো.খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন, সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা এলাকার বড় গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের ছেলে রতন প্রধান ও পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে সুমন মিয়া। যৌথ বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে এই তিন মাদক কারবারি সদর উপজেলা পৌরসভার শাপলাপাড়ার সিরাজুল ইসলাম লিখনের বাড়ি থেকে মাদক ব্যবসা চালাতো।
গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে । এই সময় মাদক কারবারি তিনজনকে তল্লাশি করলে তাদের পকেট ও টয়লেটের রুম থেকে ৪৬১ পিস ইয়াবা, নগদ অর্থ ২৪ হাজার ৪৫০ টাকা সহ তিনটি স্মার্ট ফোন জব্দ করে থানায় পাঠান যৌথ বাহিনী।
স্থানীয় এক বাসিন্দা হাসান মিয়া বলেন,এই বাড়িতে প্রায় দেখতাম লোকজনের আসা যাওয়া। সন্দেহ হত তবে আজ দেখি সন্দেহ সঠিক ছিল।এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।