রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা এলাকায় ৬ মে (মঙ্গলবার) বিকেল ৫ টায় নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হাসপাতালের কর্পোরেট ম্যানেজার নাজমুল হাসান জানান, গাইনী বিশেষজ্ঞ ডা. নূসুর আক্তার বিগত এক বছর ধরে আমাদের হাসপাতালে চেম্বার করে আসছিলেন।
শুরুর দিকে রোগী সংখ্যা ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে তার রোগী উল্লেখ যোগ্য ভাবে কমে গেছে। এতে রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং একাধিক অভিযোগ আসে। তিনি আরও জানান, ডা. নূসুর আক্তার বিভিন্ন সময়ে গাজীপুর ও ঢাকার অন্য হাসপাতালে রোগীদের পরীক্ষা করাতে উৎসাহিত করতেন, যা অনেক রোগীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করত। রোগীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করলেও তিনি কোনো সদুত্তর দেননি।
আমরা তাকে সম্মানের সাথে চেম্বার বন্ধ রাখার অনুরোধ জানালে তিনি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক। সংবাদ সম্মেলনে তারা সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক ও গণমাধ্যমে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।