নিজস্ব প্রতিবেদক: বিদেশী ১১৪ বোতল মদসহ মো. রাজু আহমেদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি ঢাকা মেট্রোপলিট্রনের ডেমরা থানাধীন পূর্ব হাজীনগর টেংরা এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর গ্রামে থাকেন।
এ কাজে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়। তাছাড়া জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক আট লক্ষ টাকা।
বুধবার (৭ মে) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপিতে র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক।
এরআগে মাদক ব্যবসায়ী মো. রাজু আহমেদকে ময়মনসিংহের ভালুকা থানাধীন পৌরশহরস্থ ফুটওভার ব্রীজ সংলগ্ন গফরগাঁও রোডে মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেক পোস্ট পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব আরো জানায়, গ্রেফতারকতৃ আসামিকে মামলা দায়ের পূর্বক আলামতসহ ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।