নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের হয়রানি, ঘুষ গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোনা অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
বুধবার (৭ মে) বেলা ১২টা থেকে নেত্রকোনা বিআরটিএ অফিসে দুদক অভিযানে শুরু করেন। দুদকের সহকারি পরিচালক মো. বুলু মিয়ার নেতৃত্বে চার সদস্য বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
এরআগে তারা সকাল থেকে জেলা বিআরটিএ অফিসের সামনের কম্পিউটার ও ফটোস্টেট দোকানগুলোতে গোপনীয়ভাবে তথ্য সংগ্রহ করেন। পরে তারা বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে অফিসের বিভিন্ন রেজিষ্টার, নথি, কম্পিউটার এগুলো থেকে তথ্য যাচাই-বাছাই এবং তথ্য সংগ্রহ করেন।
এসময় দুদকের সহকারি পরিচালক মো. বুলু মিয়া জানান, নেত্রকোনা বিআরটিএ অফিসে দালালদের মাধ্যমে গ্রাহকদের হয়রানি, সেবা প্রদানে অনিয়ম-দুর্নীতি, সেবার নামে ঘুষ গ্রহণ এসবের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে এনফোর্সমেন্ট অভিযান করা হয়েছে। দুদকের কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, আজকে এখানে এসে প্রথমে আমরা আশেপাশে কিছু কম্পিউটার ও ফটোস্টেটের দোকানে ছদ্মবেশে তথ্য সংগ্রহ করি। অভিযোগে বর্ণনা ছিল কম্পিউটারের কিছু দোকানদার বিআরটিএ অফিসে দালালি করে থাকেন। বিআরটিএ অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী যোগসাজসে সেবা প্রদানের নামে তারা (দালাল) গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকে।
প্রাথমিক পর্যায়ের আমরা এসে কাগজপত্র, কিছু দোকান ও আশেপাশের কিছু লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহের পাশাপাশি বেশ কয়েকজন সেবা গ্রহিতাগণকে জিজ্ঞাসাবাদ করে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণ করে পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।