মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছে অত্র ইউপির ১ নং প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ইউপি সদস্য মামুন সরকার রাশেদুল।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্বারক নং-২৫-৭৫৭ পরিপত্রের আদেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ স্বাক্ষরিত পত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে-২০০৯ এর ধারা ৩৩(২), এবং গ্রাম আদালত আইন ২০০৬ এর ধারা ৫(২) মোতাবেক বালিঘাটা ইউনিয়নের গ্রাম আদালতের যাবতীয় কার্যাদি সুষ্ঠ ভাবে সম্পাদনের জন্য এ আদেশ প্রদান করেন।
গত বছরের ৫’আগষ্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর আওয়ামীলীগ দলীয় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ন্যায় পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব সরকার পতনের পর থেকে পরিষদে অনিয়মিত হোন। এতে করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নিযমিত বিচারকি কার্যক্রম ব্যাহত হয়। বিষয়টি জেলা প্রশাসক কে অবহতি করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দেন।
সদ্য গ্রাম আদালত পরিচালনার দ্বায়িত্ব পাওয়া মামুন সরকার রাশেদুল বলেন, ন্যায় নিষ্ঠা ও সুন্দর ভাবে পরিষদের বিচারকি কার্যক্রম পরিচালনার জন্য সচিব ও ইউপি সদস্য সহ ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেছেন।