কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কটিয়াদী উপজেলা বিএনপি’র উদ্যোগে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের মাঝে ক্যাম্পেইন অনুষ্ঠিত এবং লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার ৪ঠা মে উপজেলা বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামে শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
উদ্বোধক ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু,সহ সভাপতি শফিকুর রহমান বাদল,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার,প্রবাসী কল্যাণ সম্পাদক জহির উদ্দিন বাদশা, সহ প্রচার সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রিন্স, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু,পৌর বিএনপির সাঃ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,সহ সাঃ সম্পাদক শাহজাহান সিরাজি, যুগ্ন সাঃ সম্পাদক মীর মাসুদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া,জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুর,সিনিয়র সহ সভাপতি মাসুদুল আলম মাসুদ,সাঃ সম্পাদক আবু নাইম বাবুল,টিয়াদী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন। পরে মধ্যপাড়া বাজারের প্রধান প্রধান সড়কে পথচারী, দোকানী ও যানবাহনের যাত্রী ও চালকদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।