রিয়াদ ইসলাম জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি :-
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সার্বিক আয়োজনে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ র্যালী বের করা হয় এবং র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ট মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর-রশীদ জোয়ার্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, জেলা সমবায় দলের সভাপতি আব্দুস সোবহান, জলঢাকা পৌর যুবদলের আহবায়ক শেখ শাদী লাভলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এমদাদুল হক সাজু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাদেক হোসেন খোকা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামনুর রশিদ মান্দু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক ছোট বাবু ও উপজলা যুবদল সদস্য মনিরুজ্জামান শান্ত প্রমুখ। এ সময় পৌরশাখা সহ উপজেলা যুবদলের সভাপতি /সম্পাদক সহ যুবদলের সাধারণ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে উপজেলা যুবদল সদস্য সচিব শাহিনুর হক কালা বাবু বলেন, আওয়ামিলীগের বিনা ভোটের এমপি’র সঙ্গে গোপন আঁতাত করে ফায়দা লুটে নেওয়া সুবিধা বাদী বিএনপির এক আগুন খাওয়া নেতা জলঢাকার জাতীয়তাবাদী দল বিএনপিকে অস্তিত্ব সংকটে ফেলেছে। জলঢাকা রাজনিতীকে সংকটে ফেলে তিনি এখন কেন্দ্রীয় নেতাদের চামচামি করতে ব্যস্ত। এমন নেতা থেকে দুরে থাকার আহবান জানান নেতাকর্মীদের প্রতি।সেই সঙ্গে জেলা বিএনপির কর্ণধর ও অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তার নিঃশর্ত মুক্তির দাবী জানান নেতাকর্মীরা। এর ব্যতয় হলে বৃহৎ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মুক্ত করা হবে বলে হুশিয়ারি দেন উপজেলা যুবদল আহবায়ক হারুন অর রশিদ জোয়ার্দার।