মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় মহান মে দিবস পালিত হয়েছে৷ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ,উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় -উপজেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে সংগঠন কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের যাত্রা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি ২০২৫ উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এর পর উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা,উপজেলা বি. এন. পির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুজ্জামান, সদস্য সচিব খসরু আহমেদ, ১নং স্বরমুশিয়া ইউনিয়নের প্রশাসক মোতাহার হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, হেফাজতে ইসলাম আটপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মফিজুর রহমান, জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার আমির মাওলানা হোসাইন আহম্মেদ একদিল, ইসলামী আন্দোলন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর হাসান রুপন, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সিনিয়র সহসভাপতি মো. রঞ্জু মিয়া, বাংলাদেশ চালক দল আটপাড়া উপজেলা শাখার আহবায়ক আল-আমিন, ৪নং বানিয়াজান ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব রিপন পাঠান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ,শ্রমিকবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমূখ।