নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক আহবায়ককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ হলেন নেতা ইখতিয়ার হোসেন (৩২)।
তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জফরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে এবং কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছিলেন।
শুক্রবার (২ মে) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে ইখতিয়ায়র হোসেনকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দুয়া উপজেলার আহবায়ক ইখতিয়ার হোসেনকে আজ (শুক্রবার) আদালতে প্রেরণ করা হয়েছে।