নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঞাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কেন্দুয়া পৌরসভার কমলপুর এলাকার একটি কার ওয়াশের সামনে থেকে তাকে আটক করা হয়।
জাকির হোসেন ভূঞা কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। সর্বশেষ মোজাফরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি।
এদিকে জাকির হোসেন ভূঞাকে গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এই ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
অন্যদিকে, বিগত ১৬-১৭ বছর ধরে আওয়ামী লীগের দমন-পীড়নের শিকার বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অনেকে এটিকে সময়ের পালা বদলের প্রতীকী ঘটনা হিসেবে দেখছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৩টার দিকে জাকির হোসেন ভূঞা মোটরসাইকেল ওয়াশ করাতে কার ওয়াশে গেলে স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সহিংসতার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হেফাজতে দেওয়া হয়েছে।