দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছে। এ সময় জুয়ার সরঞ্জামসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- একই উপজেলার বড়তলা গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে রইতন মিয়া (৬০), মৃত বাবুল মিয়ার ছেলে আলী হোসেন (৪৫), মৃত ইসমাইলে ছেলে আলী সুরুজ মিয়া (৫০) ও মৃত মন মহনের ছেলে সুজন (৩০) এবং গগড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে কাশেম (৩০)।

বুধবার (৩০ এপ্রিল) কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আটককৃত সকলকে আজ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কেন্দুয়ার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ। বড়তলা বাজারের জনৈক সোহেল মিয়ার চা দোকানে চলমান জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে জুয়ার খেলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জুয়ার মত সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি আমরা।”

সম্প্রতি বড়তলা বাজার এলাকায় জুয়ার আসর বসার অভিযোগ পেয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে। স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version