নিজস্ব প্রতিবেদক: অনৈতিক কার্যকলাপের সহিত জড়িত থাকার অপরাধে নেত্রকোনা দুর্গাপুরের ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয়কে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি শামছুল হুদা শামীমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে বহিস্কার প্রদানের বিষয়টি জানা গেছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী বহিস্কারাদেশের তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, নেত্রকোনা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার জাহান এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহববু চৌধুরীর বহিস্কারাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিস্কৃত ফয়সাল আহমেদ দুর্জয়ের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
একইদিন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ১৯ বছর বয়সি এক তরুণীকে দুর্গাপুরের তেলুজিয়া গ্রামের বিরিশিরি রিসোর্টে ধর্ষণ করেন ছাত্রদল নেতা। খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়, তার বন্ধু মো. মুন্না মিয়া (২৭) ও রিসোর্ট ম্যানেজার পিষুষ দেবনাথ (৩২) এই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরে ভুক্তভোগী তরুণী ধর্ষণের অপরাধে ফয়সাল আহমেদ দুর্জয়কে একমাত্র আসামি হিসেবে থানায় অভিযোগ জমা দেন।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।