রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া এলাকায় ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে ৩০০ ফিট রাস্তা পাকা করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে ২৯ এপ্রিল (মঙ্গলবার) সাবাহ গার্ডেন রোডের উত্তর পার্শ্বে অবস্হিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট হতে দক্ষিণ দিকে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩০০ ফিট দৈর্ঘ্য ১১ ফিট প্রশস্ত কাচা রাস্তাটি পাকা করার কাজ চলমান।
স্হানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত এলাকাবাসী ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব খন্দকার খোরশেদ আলম সাহেবের কাছে আবেদন করে আসছিলো পাকা করে দেওয়ার জন্য। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে রাস্তাটি পাকা করা হচ্ছে। রাস্তাটি পাকা করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট সংলগ্ন মরহুম হাজী সোলাইমান আকন্দ সাহেবের জামাতা মোঃ এ আর সুলতান, মোঃ সোহান মিয়া, মরহুম চান মিয়া আকন্দ সাহেবের বড় মেয়ে মোসাঃ খাদিজা আক্তার ও ছেলে মোঃ আঃ মোমেন আকন্দ, মোঃ নুরু মিয়া আকন্দের ছেলে মোঃ মামুন মিয়া আকন্দ ও মোঃ আলমগীর হোসেন আকন্দ, মরহুম হাফেজ আব্বাছ আলী সাহেবের ছেলে মোঃ আব্দুল হাদিত। মোঃ এ আর সুলতান জানান, কাচা রাস্তাটির এমন বেহাল দশা ছিলো। বর্ষাকালে চলাচলের অনুপযোগী ছিলো। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। উক্ত রাস্তাটি ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে পাকা করে দেওয়ায় এলাকা বাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ পোহালো। তাই ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের মাননীয় ব্যাবস্হাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক জনাব খন্দকার খোরশেদ আলম সাহেবের প্রতি আমরা এলাকাবাসী চির কৃতজ্ঞ।