আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার প্রমুখ।