নিজস্ব প্রতিবেদক: আইনগত সহায়তা দিবস উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এই প্রতিপাদ্যে বারহাট্টা উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালিটি বারহাট্টা উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়।
পরে এখানে উপজেলার প্রশাসন এবং উপজেলার লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান।
ইউএনও মো. খবিরুল আহসান বলেন, এ দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা। সংবিধানে উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান। এই মহান নীতিকে বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা দিবস আমাদেরকে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে অনুপ্রাণিত করে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথেই আমাদের অগ্রসর হতে হবে।
এ অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মানিক আজাদ, থানার ওসি মো. কামরুল হাসান, উপজেলা মৎস কর্মকর্তা মো. কামরুল হাসান এবং সুশীল সমাজের প্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।