নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদরাসায় যাবার পথে বজ্রপাতে আরাফত (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত আরাফাত মদনের তিয়শ্রী ইউনিয়নের আব্দুস ছালামের ছেলে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে মাদরাসায় যাবার পথে বজ্রপাতে আরাফাতের মৃত্যু হয়।
এসময় আরাফাত ফজরের নামাজ আদায় শেষে পড়াশোনা করতে বাড়ির পাশে হাফেজিয়া মাদরাসায় যাচ্ছিলেন। মাদরাসার কাছে পৌঁছাতেই হঠাৎ বজ্রপেতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।
তিয়শ্রী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোতাহার হোসেন মাদরাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে আরাফাত নামে এক মাদরাসা শিক্ষার্থী মৃত্যুর খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।