দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে এক যুবকের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের লোমহর্ষক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭শে এপ্রিল) সকালে উপজেলার রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের দল মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও পরিবার সূত্রের বরাতে জানা গেছে, নিহত যুবকের নাম ইকবাল হোসাইন (৩০)।

তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের বাসিন্দা। শনিবার (২৬শে এপ্রিল) বিকেলে শ্বশুরবাড়ি একই উপজেলার ভেড়াছড়া গ্রাম থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার পর থেকে তিনি নিখোঁজ হয়। ওইদিন রাতেই পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সকালে রেললাইনের পাশে ছিন্নভিন্ন মরদেহ নিশ্চিত করে পরিবারের লোকজন ইকবালই পরে বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের হাত-পা বিচ্ছিন্ন ছিল এবং পুরো শরীরে ছিল নৃশংসভাবে আঘাতের চিহ্ন। নিহতের স্বজনদের দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, ইকবালকে হত্যার পর লাশটি রেললাইনের পাশে ফেলে রেখে ঘটনাটি আত্মহত্যা বা ট্রেনের দুর্ঘটনার শিকার বলে চালানোর চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মওদুদ হাওলাদার বলেন, “মরদেহের অবস্থা দেখে সন্দেহ জাগছে।

এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড-বিষয়টি নিশ্চিত হতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং রিপোর্টের অপেক্ষার প্রহর শেষে সঠিকভাবে আইনি প্রক্রিয়া কার্যকর করা সম্ভব হবে। বর্তমানে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আনুষাঙ্গিক বিষয় মাথায় রেখে তদন্ত প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version