নিজস্ব প্রতিবেদক: মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল ইসলাম নামে কওমী মাদরাসার এক শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কলমাকান্দার খারনৈ ইউনিয়নে ধনুন্দ গ্রামে বজ্রপাতের ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত দিদারুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করতেন।
খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন।
নিহত দিদারুল ইসলামের বাল্য বন্ধু ও প্রতিবেশি নাঈম আহমেদ তার ফেসবুক পোষ্টে লিখেন, এ অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। কিছু দিন আগে দিদারুলের মা মারা যায়। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নিহতের পরিবার। এমন দুর্ঘটনা সত্যিই কষ্ঠের।