কে. এম. সাখাওয়াত হোসেন: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিউওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিউওয়াইফারি কোর্সকে স্নাতক পাস কোর্স ডিগ্রী সমমান করার এক দফার দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করছে।
রবিবার (২৭ এপ্রিল) সারাদিন ব্যাপী এ কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যালয়ে বিভিন্ন শিক্ষকদের কক্ষে কমপ্লিট শাটডাউনের পোষ্টার লাগিয়ে কক্ষ বন্ধ করাসহ মানববন্ধন, অবস্থান কর্সমূচী ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থী সামিয়া ও হিরণ মিয়া জানান, এইচএসসি পাসের পরে কোন ডিপ্লোমা থাকতে পারে না। ডিপ্লোমাকে ডিগ্রী সমমান করার এক দফা দাবিকে মেনে নিয়ে আমাদেরকে রোগীদের পাশে থাকার সুযোগ করে দেওয়া হোক। এটাই আমাদের প্রাণের দাবি।
তারা আরও জানান, দাবি মেনে না নেওয়া হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে কার্যক্রম চালিয়ে যাবার এবং কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। যদি প্রয়োজন হয় ঢাকা টু লংমার্চ করতে প্রস্তুতও রয়েছেন।
নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ সাহিদা পারভীন বলেন, আগে থেকে আন্দোলন করতে ছিল শিক্ষার্থীর ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করার জন্য। এই একটা দাবিতে উপদেষ্টাদের বরাবরে শিক্ষার্থীরা স্মারকলিপিও দিয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচী চালিয়ে যাবে। এজন্য আমাদের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।