গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক শিক্ষক। গতকাল দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগী শিক্ষক শহীদুল মাস্টার এই সংবাদ সম্মেলন করেন।
এতে তার সারাজীবনের যে মানুষের কাছ থেকে শিক্ষকের যে সম্মান- মর্যাদা পেয়েছেন তা ক্ষুন্ন করেছে একটি কুচক্র মহল।তাদের বিচার ও তার প্রতিকার চান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলার ভাটিবুড়াইল মৌজায় রেকর্ডমূলে ২০ একর জমি ভোগ করছেন তিনি।
অথচ মানববন্ধনে ১৯৪ একর জমি তার নামে দখল করার বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। ’ তিনি আরও বলেন,২০১৮ সালের ১০ মার্চ তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে আওয়ামী লীগ তো দূরের কথা,কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেই জড়িত নন। ’মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিরাজুল ইসলাম, সুজন মিয়া ও সাইফুল ইসলাম।