নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হাজী সাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে নির্মাণ ত্রুটির অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের ওপর।
শনিবার (২৬ এপ্রিল) অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এরআগে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম নির্বাহী ইউএনও কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ, দরজা-জানালার কাঠ নিম্নমানের হওয়ায় অনেক দরজায় ফাঁক ও ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দরজার কাঠের ফ্রেম ও প্যানেলের মাঝে বড়সড় ফাঁক বিদ্যমান। যা নির্মাণের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে অনেকে। এছাড়া দরজা-জানালার কাঠ, রঙ, সীড়ির রেলিংসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসম্পূর্ণ। যতটুকু কাজ করা হয়েছে তা অতি নিম্নমানেরভাবে সম্পন্ন হয়েছে। শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডও নির্ধারিত মানের নয়।
স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতায় প্রায় এক কোটি ২৮ লাখ ৯০ হাজার চুক্তিতে হাজী সাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের কাজটি নেন নেত্রকোনার নাগড়ার মেসার্স এস রিংকি এন্টারপ্রাইজ।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস রিংকি এন্টারপ্রাইজের প্রতিনিধি জীবন সাহা বলেন, প্রধান শিক্ষকের অভিযোগ সঠিক নয়। আমরা সরকারি প্রাক্কলন অনুযায়ী বিদ্যালয়ের নির্মাণ কাজ করেছি।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। যেসব স্থানে গুণগত ত্রুটি পাওয়া যাবে, সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।